+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

টেক জায়ান্টরা অবশ্যই বাংলাদেশে আসবে – Ruhul Alam Al Mahbub (Chairman, Fair Group)

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। তিনি একজন সফল প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা। মোবাইল ফোন ইম্পোর্টার অ্যাসোসিয়শনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রুহুল আলম আল মাহবুবের উদ্যোগেই বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশে কারখানা গড়ে তুলেছে। এই ব্র্যান্ডের মোবাইল ফোন, ফ্রিজ, এয়ারকন্ডিশন ও মাইক্রোওভেন তৈরি হচ্ছে। খাদ্য, খাদ্যপণ্য, রেস্তোরাঁ ও লাইফ স্টাইল খাতেও তার বিনিয়োগ রয়েছে।

  

ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘আই স্টাইল’-এ রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন তার জীবনের কথা। ব্যবসার চ্যালেঞ্জ ও তার উত্তরণের পথ নিয়ে বলেছেন। আইসিটি খাতে বাংলাদেশের সম্ভাবনার দিক তুলে ধরেছেন। পুরোটা দেখুন এবারের ‘আই স্টাইল’-এ।

Related Blogs

Hisense International President Ms. Catherine Fang Meets