ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। তিনি একজন সফল প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা। মোবাইল ফোন ইম্পোর্টার অ্যাসোসিয়শনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রুহুল আলম আল মাহবুবের উদ্যোগেই বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশে কারখানা গড়ে তুলেছে। এই ব্র্যান্ডের মোবাইল ফোন, ফ্রিজ, এয়ারকন্ডিশন ও মাইক্রোওভেন তৈরি হচ্ছে। খাদ্য, খাদ্যপণ্য, রেস্তোরাঁ ও লাইফ স্টাইল খাতেও তার বিনিয়োগ রয়েছে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘আই স্টাইল’-এ রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন তার জীবনের কথা। ব্যবসার চ্যালেঞ্জ ও তার উত্তরণের পথ নিয়ে বলেছেন। আইসিটি খাতে বাংলাদেশের সম্ভাবনার দিক তুলে ধরেছেন। পুরোটা দেখুন এবারের ‘আই স্টাইল’-এ।
Fair Electronics Factory Day 2025 was celebrated with a flag hoisting ceremony and the release of pigeons. A rally, led by Ms. Razina Khatun, Director of Fair Group, was also...
তারিখ ও স্থান: ৯ ডিসেম্বর, ২০২৪, দি ওয়েস্টিন ঢাকা। ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্স। গত ০৯...
Date & Venue: 9 December, 2024 at The Westin Dhaka. Fair electronics Ltd. a concern of Fair Group has introduced Hisense, a global leader in consumer electronics and home appliances,...