+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেন ভুঁইয়া শনিবার নরসিংদীতে ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের মোবাইল বিভাগের জেনারেল ম্যানেজার বোমিন কিম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব-সহ আরও অনেক।

ফেয়ার ইলেকট্রনিকস ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান যেখানে স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন নির্মাণ করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে উৎপাদন ও রফতানিমুখী করতে আমরা বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিয়েছি তার উপযুক্ত ব্যবহার দেখতে, ভবিষ্যতে বিনিয়োগকারীদের আর কী ধরনের সহায়তা প্রয়োজন তা বুঝতে এবং বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে আমরা স্যামসাং কারখানা পরিদর্শন করছি। এখানে কোরিয়ার প্রকৌশলীদের নির্দেশনায় এ দেশের ছেলেমেয়েরা খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, আমরা অনুরোধ করবো বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে।

Related Blogs

Factory Day 2025