+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

Samsung opens flagship brand shop at Gulshan

Samsung Electronics, the global leader in consumer electronics opened its first ‘Flagship Brand Shop’ at Gulshan in the capital recently. The flagship brand shop, located at 1st floor of Zahed Plaza of

Gulshan Avenue North C/A in Dhaka will be operated by one of the Samsung’s authorised distributors – Fair Electronics Limited (FEL), said a press release. The 2,250 sqft flagship brand shop will showcase the entire range of Samsung products -televisions, refrigerators, air conditioners, washing machines, microwave ovens, Large Format Displays (LFD), Digital Variable Multi (DVM) air conditioners, and smart phones.

News Source: The DailyStar  |  The DailySun  |  The Independent  |  Daily Ittefaq

বিশ্বের র্শীষস্থানীয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং গ্রাহকদের সকল চাহিদা মেটাতে রাজধানীর গুলশানে এই প্রথম একটি ‘ফ্ল্যাগ-শিপ ব্র্যান্ড শপ’ উদ্বোধন করেছে। গুলশানের জাহেদ প্লাজার দ্বিতীয় তলার এই শপটি স্যামসাং অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের দ্বারা পরিচালিত হবে।

নতুন এই ফ্ল্যাগ-শিপ ব্র্যান্ড শপে গ্রাহকরা ক্রয় করতে পারবেন স্যামসাংয়ের প্রায় সব ধরণের পণ্য। এছাড়াও স্যামসাংয়ের নিত্য উদ্ভাবনী সামগ্রীগুলোর পাশাপাশি এখানের ‘র্স্মাট এক্সপেরিয়েন্স জোন’ সেন্টারে গ্রাহকরা অত্যাধুনিক সব গেমগুলোও খেলতে পারবেন।

দেশের অভ্যন্তরে প্রথম এই ব্র্যান্ড শপটি উদ্বোধন করেন স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব। স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ, ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী চুন সু মুনসহ প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মেসবাহ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

Related Blogs

Hisense International President Ms. Catherine Fang Meets