+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

হাইসেন্স ১০০ ইঞ্চি কিউ৭ কিউএলইডি টিভি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে বহু প্রতীক্ষিত হাইসেন্স ১০০” কিউ৭ কিউএলইডি টিভি উদ্বোধন করেছে। গ্লোবাল বাজারে ১০০ ইঞ্চি+ টিভি ক্যাটাগরিতে হাইসেন্স বর্তমানে নম্বর ১ অবস্থানে রয়েছে [সূত্র: ওমডিয়া, ২০২৩–২০২৪]। হাইসেন্স ২০২৫ সালের FIFA Club World Cup™ এবং রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের অফিসিয়াল পার্টনার।

লঞ্চ অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দাইয়ান এই ঘোষণা দেন এবং কিউ৭ কিউএলইডি টিভির জন্য একটি বিশেষ প্রি-বুকিং অফার চালু করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইসেন্স ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক টিভি পণ্যের জেনারেল ম্যানেজার মি. হ্যারি ওয়াং এবং বাংলাদেশের টিভি পণ্যের কান্ট্রি সেলস ম্যানেজার মি. আর্থার কিউ।

হাইসেন্স ১০০” কিউ৭ কিউএলইডি টিভি চালিত হচ্ছে VIDAA OS দ্বারা — একটি দ্রুতগতি সম্পন্ন, ব্যবহার-বান্ধব লিনাক্স-ভিত্তিক স্মার্ট টিভি প্ল্যাটফর্ম, যেখানে ইন্টিগ্রেটেড স্মার্ট হোম সুবিধাও রয়েছে। কোয়ান্টাম ডট প্রযুক্তি ব্যবহারে এই টিভি প্রাণবন্ত ও নিখুঁত রঙের অভিজ্ঞতা দেয়। এতে বিল্ট-ইন ৪কে এআই আপস্কেল এবং HDR10+ অ্যাডাপটিভ প্রযুক্তি রয়েছে, যা পরিবেশের আলো ও দৃশ্যের কনটেন্ট অনুযায়ী উজ্জ্বলতা এবং ক্ল্যারিটি সামঞ্জস্য করে।

গেমারদের জন্য রয়েছে ১৪৪ হার্জ গেম মোড প্রো, যা অতিমসৃণ ভিজ্যুয়াল, নিম্ন ইনপুট ল্যাগ এবং পরবর্তী প্রজন্মের কনসোল সাপোর্ট নিশ্চিত করে।

ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস, সঙ্গে বিল্ট-ইন ২.১ চ্যানেল সাবউফার, হোম সিনেমা অভিজ্ঞতাকে করে আরও নিখুঁত। এছাড়া Far Field Voice Control ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র কণ্ঠস্বরের মাধ্যমে হাতছাড়া নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই কিউ৭ কিউএলইডি টিভির MRP নির্ধারিত হয়েছে ৪,৯৯,৯০০ টাকা। প্রি-বুকিং চলাকালীন ফেয়ার ইলেকট্রনিক্স অফার করছে ১,০০,০০০ টাকা পর্যন্ত সুবিধা, যার মধ্যে রয়েছে সাউন্ডবার T550, সিক্রেট রেসিপি কুপন, এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি’র মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% EMI সুবিধা। এছাড়াও গ্রাহকরা গ্রামীণফোন প্লে প্যাক সাবস্ক্রিপশনের ১২ মাসের ফ্রি এক্সেস পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার ইলেকট্রনিক্সের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মোঃ মেসবাহ উদ্দিন, চিফ মার্কেটিং অফিসার (CMO) ফেয়ার গ্রুপ , জে.এম. তসলিম কবীর, গ্রুপ হেড অব মার্কেটিং, এবং মোঃ মুশফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রোডাক্টস, ফেয়ার ইলেকট্রনিকস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিরা। তাদের উপস্থিতি ফেয়ার ইলেকট্রনিক্সের প্রিমিয়াম পণ্য সম্প্রসারণ এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির কৌশলগত প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করে। মি. দাইয়ান বলেন, “হাইসেন্স ১০০ ইঞ্চি+ টিভি ক্যাটাগরিতে শীর্ষস্থান ধরে রেখেছে। বাংলাদেশে হাইসেন্স দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এখন আমরা দেশেই সম্পূর্ণ হাইসেন্স পণ্যের উৎপাদন শুরু করেছি, যা কর্মসংস্থান সৃষ্টি করছে এবং রপ্তানির সম্ভাবনা তৈরি করছে।” মি. হ্যারি ওয়াং বলেন, “বাংলাদেশকে আমরা একটি সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছি। এখানকার সচেতন ভোক্তাদের জন্য আমরা পারফরমেন্স, কোয়ালিটি এবং স্টাইলের অনন্য সমন্বয়ে বিশ্বমানের পণ্য সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছি। কিউ৭ টিভি তারই প্রমাণ।”

বর্তমানে হাইসেন্স ১০০” কিউ৭ কিউএলইডি টিভি ফেয়ার ইলেকট্রনিক্সের নিজস্ব এবং পার্টনার আউটলেটসমূহে সারা দেশে পাওয়া যাচ্ছে। প্যানেল, স্পেয়ার পার্টস ও সার্ভিস সহ ৪ বছরের ওয়ারেন্টি দিয়ে গ্রাহক-প্রথম নীতির প্রতিফলন ঘটিয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স।

হাইসেন্স ৫০ বছরেরও বেশি সময় ধরে কনজ্যুমার ইলেকট্রনিক্স ইনোভেশনে কাজ করে আসছে এবং বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ টিভি নির্মাতা। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম চালাচ্ছে এবং তাদের ৬৪টি আন্তর্জাতিক অফিস রয়েছে। জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টিভি মার্কেটে বর্তমানে হাইসেন্স শীর্ষস্থানে রয়েছে এবং চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ মধ্য ও পূর্ব ইউরোপের রেফ্রিজারেটর মার্কেটেও হাইসেন্স নেতৃত্ব দিচ্ছে।

হাইসেন্স ১০০” কিউ৭ কিউএলইডি টিভি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ফেয়ার ইলেকট্রনিক্সের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজা আউটলেট।

Related Blogs

Hisense 100 Inch Q7 QLED TV Opening
Factory Day 2025
Uttara Hisesne Showroom