+88 09613505050 (8:30 a.m - 6:00 p.m)

মেটলাইফ ও এফডিএলের সমঝোতা চুক্তি স্বাক্ষর

মেটলাইফ এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড (এফডিএল) সম্প্রতি রাজধানীর মতিঝিলে মেটলাইফ বিল্ডিংয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় এফডিএল থেকে মেটলাইফ ডিজিটাল সেলসে মাঠ পর্যায়ের কর্মীদের ব্যবহারের জন্য স্যামসাং ট্যাব সংগ্রহ করবে ।

চুক্তিটি স্বাক্ষর করেন মেটলাইফের সিওও আখলাকুর রহমান এবং এফডিএল এর সিএমও মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মেটলাইফের সিডিও জাফর সাদেক চৌধুরী এবং এফডিএল এর সিএফও কাজী নাসির উদ্দীনসহ মেটলাইফ এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।

বিশ্বজুড়ে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের জন্য মেটলাইফ প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বিমাখাতে ডিজিটালকরণ এবং অভিনবত্বের প্রচলনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে।

২০১৭ সালে প্রচলিত মেটলাইফের কাগজবিহীন ডিজিটাল সেলস টুল প্রজাপতি ঠিক তেমনই একটি উদ্যোগ। এই উদ্যোগে ট্যাব ব্যবহার করে সেলস সেবা প্রদান করা হয়।

Related Blogs

Hisense International President Ms. Catherine Fang Meets